প্রকাশিত: Thu, Dec 28, 2023 12:43 AM
আপডেট: Wed, Jul 2, 2025 12:58 PM

[১]গাজায় যুদ্ধ আরও অনেক মাস যুদ্ধ চলতে পারে: ইসরায়েলি সেনাপ্রধান

সাজ্জাদুল ইসলাম: [২] তেল আবিবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসরায়েলি সেনাপ্রধান একথা বলেন। তিনি সতর্ক করে আরও বলেন, চলমান যুদ্ধে অলৌকিক কোনো সমাধান নেই। এর আগে সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ফিলিস্তিনে হামাসকে ধ্বংস করার আগপর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। সূত্র: টাইমস অব ইসরায়েল

[৪] সোমবার গাজায় লড়াইরত ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। পরে নিজ দল লিকুদ পার্টির এমপিদের সামনে তিনি বলেন, গাজায় যুদ্ধ শেষ হতে এখনো অনেক দেরি আছে। 

[৫] মঙ্গলবার ফিলিস্তিনের অন্তত ১০০টি জায়গায় হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়াও গাজার মধ্যাঞ্চলে স্থল হামলাও আরও জোরদার করা হয়েছে। 

[৬] ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। এতে নিহত হন ১১৩৯ জন। হামাসের হামলার জবাবে ৭ অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেছে। এতে নিহত হয়েছেন ২১ হাজাার অসামরিক ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ৫৪ হাজার। সম্পাদনা: ইকবাল খান